May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বিদায়ের আবেগে আপ্লুত গৌরনদী, নবাগত ইউএনও’র হাত ধরে আশার আলো

 

রিপোর্ট – আরিফিন রিয়াদ :

রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা মিলনায়তন যেন রূপ নিল এক আবেগঘন মিলনমেলায়। শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় বিদায় জানানো হলো বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ খান-কে। আর একই মঞ্চে শুভাগমন ঘটলো নবাগত ইউএনও রিফাত আরা মৌরি-র, যিনি নিয়ে এলেন একটি নবচেতনার বার্তা।

মঞ্চের আবহ ছিল ব্যতিক্রম। কোথাও চোখের কোণে জল, কোথাও প্রিয়জনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবার মুখে এক কথাই—”আবদুল্লাহ খান শুধু একজন প্রশাসক ছিলেন না, ছিলেন গৌরনদীর আপনজন।”

উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনও-র কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক।

নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি মোঃ আবদুল্লাহ খান। তিনি বলেন, “গৌরনদী শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

নবাগত ইউএনও রিফাত আরা মৌরি-ও শুরুতেই জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল উন্নয়নের স্বপ্ন। তিনি বলেন, “এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলো মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী।”

অনুষ্ঠানে উপস্থাপিত হয় বিদায়ী ইউএনও-র কর্মকাণ্ডের নানা দিক৷ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননাপত্রের মাধ্যমে জানানো হয় কৃতজ্ঞতা। অনেকের চোখেই ছিল অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল গর্বের—একজন ভালো কর্মকর্তাকে যথাযথ বিদায় জানানোর গর্ব। আর সেই সঙ্গে ছিল নতুন একজন নেতৃত্বকে স্বাগত জানানোর আনন্দ।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, বিদায়ী ইউএনওর সহধর্মিনী আ্যডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন প্রমুখ।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad