May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

মেঘনায় যৌথ অভিযানে ১১ জেলে আটক

স্মার্ট সংবাদ ডেক্স :

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে গলদা রেনু পোনা আহরণে জড়িত ১১ জন জেলেকে আটক করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১ টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও হিজলা থানা পুলিশের এ যৌথ অভিযান পরিচালিত হয়।

এ সময় নদী থেকে প্রায় ৫০ হাজার গলদা রেনু পোনা (পিএল) উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া ১২টি চরঘেরা জাল, সাতশ’টি বাঁশের খুঁটি, এক লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পাশাপাশি গলদা রেনু ধরার কাজে ব্যবহৃত ৮২টি অবৈধ জাল, ১১টি বড় অ্যালুমিনিয়ামের পাতিল, বিভিন্ন ধরনের প্লাস্টিক ড্রাম, গামলা ও বালতি জব্দ করা হয়েছে। জব্দ করা জাল ও অন্যান্য সরঞ্জামাদী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে আটককৃত ১১ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad