
স্মার্ট সংবাদ ডেক্স :
জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরধরে বাগবিতন্ডার একপর্যায়ে অসুস্থ্য ভাসুরকে গলাটিপে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আটক ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে রবিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের। নিহত দেলোয়ার হোসেন ফকির (৫৫) ওই গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের ছেলে।
গ্রেপ্তারকৃত সুরমা বেগম নিহতের আপন ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের স্ত্রী।
রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, সুরাতহাল রিপোর্টে মৃত দেলোয়ার হোসেন ফকিরের গলায় দুটি দাগের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে তার দেবর জাহাঙ্গীর ফকির ও জা সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
নিহত দেলোয়ারের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমার বাবার সাথে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার পূর্বে চাচা তার গরুর একটি বাছুর ছেড়ে দিলে বাছুর আমাদের বাড়িতে এসে বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে। এনিয়ে আমার বাবা ও মায়ের সাথে চাচা-চাচী ও চাচাতো ভাই সজিবের বাগবিতন্ডা হয়।
একপর্যায়ে চাচা ও চাচী আমার মাকে মারধর করেন। এসময় মাকে রক্ষার জন্য বাবা এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে গলাটিপে ধরে কিলঘুষি মারে।
এতে আমার অসুস্থ্য বাবা ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ওইদিন রাতেই থানা পুলিশ বাড়ি থেকে বাবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
More Stories
রিফাত ফিরতে চায় তার মায়ের কাছে
বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা
তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু