May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

খালের পানিতে ডুবে স্কুল ছাত্রী নিখোঁজ

স্মার্ট সংবাদ ডেক্স :

নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে মালিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছাত্রী।

ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের। নিখোঁজ মালিহা একই গ্রামের মৃত বাদশা খানের নাতি এবং মৎস্যজীবী মো. রাসেল হোসেনের মেয়ে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মালিহার স্বজনদের বরাত দিয়ে বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, নিখোঁজ মালিহা জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

বুধবার দুপুরে মালিহা তার নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।

স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজির পর ওইদিন বিকেলে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশু মালিহার কোনো সন্ধান পায়নি।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad