May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরনের দাবিতে মানববন্ধন

স্মার্ট সংবাদ ডেক্স :

“সড়ক হোক শান্তির যাত্রার” শ্লোগানে ভাঙ্গা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত গৌরনদীবাসীর আয়োজনে মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বুধবার বেলা এগারোটার দিকে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন যুবদল নেতা তরিকুল ইসলাম কাফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,

পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্যরা।

মানববন্ধনে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দূর্ঘটনায় প্রানহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়ককে চারলেনে উন্নীতকরনের জোর দাবি করেন। অতিদ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার কর্মসূচী পালন করা হবে বলেও হুশিয়ারি উচ্চারন করা হয়।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad