
স্মার্ট সংবাদ ডেক্স :
ইসমাইল শাহ মাজারের বাৎসরিক ওরশ চলাকালে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে মাজারের ভিতরের সামিয়ানা ও দুইটি বৈঠকখানা পুড়ে ছাই হয়ে গেছে।
মাজারের খাদেম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করেন, হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী পৌর শহরের বটতলা এলাকায় রাত সোয়া ১২ টার দিকে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুইঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, আমতলী পৌর শহরের বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহ মাজার স্থাপন করা হয়। ওইসময় থেকে মাজার কর্তৃপক্ষ দুইদিন ব্যাপী ওরশ উদযাপন করে আসছেন।
২৮তম ওরশ শুরুর পর রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক এসে মাজার পুজা ও গান বাজনা বন্ধ করতে বলেন।
কিন্তু মাজারের খাদেম ওরশ বন্ধে অপরগতা প্রকাশ করেন।
এ নিয়ে তাদের মধ্য দ্বন্ধ হয়। একপর্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা লাঠি সোটা নিয়ে মাজার ভাংচুর করে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান এবং থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ বলেন, মাওলানা ওমর ফারুকসহ বেশ কিছু সমর্থক গিয়ে মাজারে খাদেমকে পবিত্র রমজান মাসে মাজার পুজা ও গানবাজনা করতে নিষেধ করেন। কিন্তু তিনি তা মানতে নারাজ। একপর্যায় তার ভক্তবৃন্দ ক্ষিপ্ত হয়ে মাওলানা ওমর ফারুক জেহাদীর গায়ে হাত তুলে। এতে জনতা ক্ষিপ্ত হয়ে মাজার ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, এ মাজারটি ভন্ডামীর আস্তানা।
এখানে ওরশের নামে গানবাজনা, মাদক সেবন ও নারীদের আসর বসে। যা সম্পুর্ণ ইসলাম বিরোধী। আমরা মাজারের খাদেমকে রমজান মাসে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম।
কিন্তু তিনি তা না শুনে ভক্তদের নির্দেশ দিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত