
বিএম বেলাল >
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার আয়োজনে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর প্রতিষ্ঠানের হলরুমে ইফতার মাহফিলে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. তানভির হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর এমদাদুল উলুম কওমি ও হিফজুল মাদরাসার মোহতামিম ক্বারী আব্দুল আজীজ পীর সাহেব।
বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা মো. সিদ্দিকুর রহমান, গৌরনদরি শাওড়া মদিনাতুল উলুম নুরাণী ও কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সালাউদ্দিন, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত শাহ্ সহ অন্যান্যরা।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রধান অতিথি দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
More Stories
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত
বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার