
অনলাইন ডেস্ক :
১৬ বছর বয়সের মোহাম্মদ ইফরান চোখে দেখেন না পৃথিবীর আলো। তবে চার বছরে মুখস্থ করেছেন পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ ৩০ পারা। শারীরিক, মানসিক ও সামাজিক নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তিনি একজন কোরআনের হাফেজ।
নরসিংদীর সদর উপজেলার দরদরিয়া গ্রামের জামিল হোসেনের তিন সন্তানই জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু দৃষ্টি না থাকলেও ইফরানের মা তাকে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
মাদ্রাসায় ভর্তি হতে অনেক বাঁধা পেরোতে হয়েছে ইফরানকে। তবে তার মা কখনও হাল ছাড়েননি। শেষপর্যন্ত স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফরান ভর্তি হন।
সেখানে সহপাঠী ও শিক্ষকরা তাকে বিশেষভাবে যত্ন নেন-ওজুখানা, বাথরুম, নামাজের জায়গা, এমনকি খাবারের স্থানেও তারা সহায়তা করেন।
দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে ইফরান সাধারণ শিক্ষার্থীদের মতো দেখে দেখে পড়তে পারতেন না। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানী ও অদম্য ইচ্ছাশক্তির জোরে শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করেন ইফরান।
ইফরানের ওস্তাদ বলেন, একজন সুস্থ সন্তানকেও মানুষ করতে অনেক কষ্ট করতে হয়। সেখানে তিনজন সন্তানই অন্ধ, তবু ইফরানের মা-বাবা যে পরিশ্রম করেছেন, তা সত্যি প্রশংসনীয়।
ইফরানের এই সাফল্যে খুশি তার বাবা-মা, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
প্রতিবন্ধকতা যে মানুষের সাফল্য থামাতে পারে না, তার উজ্জ্বল উদাহরণ ইফরান। শুধু ইচ্ছাশক্তি থাকলেই সব সম্ভব সেই সত্যকে প্রমাণ করেছেন পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ ইফরান।
সূত্র: দৈনিক জনকণ্ঠ
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি