May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির -আবদুস সোবাহান

স্মার্ট সংবাদ ডেক্স :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির উন্নত, সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আরও বলেছেন, দেশের মধ্যে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। নিজ দলের নেতাকর্মীদের মধ্যে বিবেধ সৃষ্টি করার জন্য ধর্মের দোহাই দিয়ে একটি রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে। সেক্ষেত্রে ব্যক্তির চেয়ে দল ও দলের চেয়ে দেশকে আগে ভালবাসার জন্য সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আহবান করেছেন।

শনিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে
ইফতার মাহফিল পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, দলের চেয়ারপার্সনের সিদ্ধান্তের বাহিরে গিয়ে যারা ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এইচএম নজরুল ইসলামের পরিচালনায় চাঁদশী জামিয়া মোহাম্মদীয়া মাজিদিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সমাজ সেবক গাজী আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, তাইফুর রহমান কচি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ অন্যান্যরা।

ইফতারের পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad