May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ছয় সন্তানের জনক বৃদ্ধর আশ্রয় হয়েছে ফুটপাতে

স্মার্ট সংবাদ ডেক্স :

ছয় সন্তানের জনক আব্দুল খালেক হাওলাদারের (৯০) নিজের বাড়ি থাকা সত্বেও সন্তানদের অবহেলায় তার আশ্রয় হয়েছে বরিশাল নগরীর ফুটপাতে।

স্ত্রী মারা যাওয়ার পর নিজের বাড়িতেও ঠাঁই মেলেনি এ বৃদ্ধর। ফলে কোথাও ঠাঁই না পেয়ে ফুটপাতে বসবাস করে আসছিলেন আব্দুল খালেক। কেউ কিছু দিলে খেয়ে, না দিলে তার না খেয়ে দিন চলে যায়।

নগরীর বাসিন্দা মোতালেব মিয়া রবিবার দিবাগত রাতে জানান, ওই বৃদ্ধ তার অসহায়ত্বের কথা কাউকে বলতে পারছিলেন না। তার সাথে কথা বলে জানা গেছে, ছয় সন্তানের জনক আব্দুল খালেক হাওলাদার বরিশাল সদর উপজেলা বাসিন্দা। সম্প্রতি তার স্ত্রীর মৃত্যুর পর সন্তানদের অবহেলায় নিজের বাড়িতে তার ঠাঁই মেলেনি। ফলে বাধ্যহয়েই তিনি নগরীর ফুটপাতে বসবাস করে আসছিলেন। পুরো বিষয়টি জানার পর জেলা সমাজসেবা অফিসারকে অবহিত করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, অসহায় বৃদ্ধের সন্তানরা তার দেখভালের দায়িত্ব না নেয়ায় মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয়দের কাছে এ খবর জানতে পেরে রবিবার সন্ধ্যায় ইভেন্ট-৮৪ গ্রুপ থেকে তাৎক্ষণিক ওই বৃদ্ধর কাছে ছুটে গিয়ে তার সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

বৃদ্ধ আব্দুল খালেক হাওলাদারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তার পাশাপাশি তাকে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরো সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad