
স্মার্ট সংবাদ ডেক্স :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা ভোগ করছে।
এরআগে দেশ একটি অবরুদ্ধ কারাগার ছিল। যে কারাগার ভেঙ্গে ফ্যাসিস্টদের পালিয়ে যেতে বাধ্য করেছে এদেশের ছাত্র-জনতা। ওই আন্দোলনে দেড় হাজার শহীদ হয়েছেন বলে বিভিন্ন সময় প্রতিবেদনে উঠে এসেছে।
বুধবার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহনগর শাখার আয়োজনে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উম্মোচন বরিশাল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছাত্র-জনতা অভ্যুত্থানে রাজপথে নেমেছিল। আর এ কারণেই ফ্যাসিস্টরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
অথচ এই ইতিহাসকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হচ্ছে।
১০ খন্ডে সংকলিত ২৫শ’ পৃষ্ঠার এ শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা যুগান্তকারী একটি ঘটনা।
স্মারকে ৭১৭ জন শহীদের ইতিহাস লেখা আছে, আরও ৯৩ জন যুক্ত করা হবে। তবে এখন পর্যন্ত যা আছে তাতে বরিশাল বিভাগের ১৪১ জনের নাম রয়েছে স্মারক স্মরনীকায়।
একই সময় ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বরিশালে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম খসরু, জুলাই অভ্যূত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
More Stories
রিফাত ফিরতে চায় তার মায়ের কাছে
বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা
তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু