May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

সন্তানের পিতৃ পরিচয় পেতে থানায় মা

স্মার্ট সংবাদ ডেক্স :

বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় বসবাসকালে সজল খানের সাথে ২০২১ সালে বিয়ে হয় প্রিয়া খানমের। এরপর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

কিন্তু স্বামী সজল সন্তানের পিতৃত্ব অস্বীকার করাসহ স্ত্রীকে তার মর্যাদা থেকে বঞ্চিত করেন।

এ ঘটনার পর থানায় নিজের ও সন্তানের অধিকার পেতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়া খানম।

সেই মামলায় নড়াইল থেকে সজল খানকে গ্রেপ্তারের পর বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বরিশালে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃত সজল খান যশোর জেলার নড়াইল উপজেলার তালবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।

সূত্রমতে, গ্রেপ্তারের পর স্বামী সজলকে বরিশালে আনার খবর পেয়ে সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত করার জন্য থানায়
হাজির হয়েছেন প্রিয়া খানম।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাবার পরিচয় নিশ্চিত করা হবে।

ভুক্তভোগী প্রিয়া খানম বলেন, স্বামীর গ্রেপ্তারের খবরে থানায় বসে মীমাংসার সুযোগ থাকায় আমি থানায় এসেছি।

তবে কোতয়ালী মডেল থানার হাজতে বসে গ্রেপ্তারকৃত সজল খান বলেন, এই সন্তান আমার নয়। প্রিয়ার আগেও একটি বিয়ে হয়েছিল। এই সন্তান সেই সংসারের। ডিএনএ পরীক্ষা করলে সব কিছু প্রমাণিত হবে।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad