May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বরিশালের দুইটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা

স্মার্ট সংবাদ ডেক্স :

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সড়ক অবরোধের পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়ন আজ বুধবার থেকে বরিশাল-কুয়াকাটা এবং বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

শিক্ষার্থীদের অবরোধের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা তাদের বাস ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগ এনে নিরাপত্তার কথা বিবেচনায় বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেছে এবং শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এসব ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা নিজদের জান-মাল রক্ষায় দুই রুটে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এর পূর্বে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি তার সাথে অসদাচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা সন্ধায় রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ শুরু করেন।

সেখানে টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাস চলাচলের সময় যাত্রীদের সাথে আচরণ এবং নির্ধারিত ভাড়ার বিষয়ে পরিস্কার নিয়ম চালু করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন,আমরা চাই কোনো বোন আর যেন হেনস্থার শিকার না হয়। আলোচনা ফলপ্রসূ হলেও এর সঠিক বাস্তবায়ন জরুরি।

অপরদিকে আন্দোলনের ফলে বরিশাল-ভোলা, বরিশাল-কুয়াকাটা, বরিশাল-বরগুনা এবং বরিশাল-ঝালকাঠি মহাসড়কে যানবাহন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে রাতের প্রশাসন, বাস মালিক ও ছাত্র প্রতিনিধিদের সমঝোতার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

তবে রূপাতলী শ্রমিক ইউনিয়নের ঘোষিত ধর্মঘট নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিক সমিতির নেতাদের মধ্যে এক বৈঠকে আটদফা দাবিতে সমঝোতা হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর মধ্যে হাফ ভাড়ার নিয়ম কঠোরভাবে কার্যকরের আশ্বাস পাওয়ার পর রাত সাড়ে দশটার দিকে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad