May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বরিশাল শিক্ষা বোর্ডে নিয়োগ পাওয়া সচিবকে যোগদানে বাঁধা

স্মার্ট সংবাদ ডেক্স :

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাঁধার মুখে যোগদান করতে পারেননি বরিশাল শিক্ষা বোর্ডে সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেন।

বিষয়টি লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছেন বোর্ড চেয়ারম্যান।

এর আগে ড. ফাতেমা হেরেন বিএম কলেজের উপাধ্যক্ষ পদে যোগদানের চেষ্টা করেও ছাত্রদের বাঁধার মুখে ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক দাবি করে আকবর মুবিন বলেন, ড. ফাতেমা হেরেন ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগের দোসর। তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবেও যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তখন আমরা তাকে প্রতিহত করেছি।

পরবর্তীতে তাকে শিক্ষাবোর্ডে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বোর্ড চেয়ারম্যানকে বলেছি, ড. হেরেনের আদেশ বাতিল করতে হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, সোমবার বিকেলে ছাত্র সমন্বয়করা তার কার্যালয়ে এসেছিলেন। তারা সদ্য নিয়োগ পাওয়া সচিব ড. ফাতেমা হেরেনের আদেশ বাতিলের দাবি তুলেছেন। ছাত্রদের এ দাবি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ড. ফাতেমা হেরেন বলেন, আমি প্রতিহিংসার শিকার। প্রথমে বিএম কলেজ পরে বরিশাল শিক্ষা বোর্ড। কোনো জায়গায় আমাকে যোগদান করতে দেওয়া হচ্ছে না। আমি বিএম কলেজে যদি যোগদান করি তাহলে অনেক সিনিয়র শিক্ষকের সমস্যা হবে। তাই ছাত্রদের উস্কিয়ে দিয়ে সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়ার হয়েছে।

তিনি আরো বলেন, নিজ যোগ্যতায় আমি বোর্ডের সচিব হলেও সেখানে কার কী সমস্যা শুরু হয়েছে আমি তা জানিনা।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad