
স্মার্ট সংবাদ ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের আবারও রাত ১১ টা ৪৫ মিনিট থেকে নীলক্ষেত এলাকায় ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়েছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বলে সম্বোধন করে প্রায় ৩০ মিনিট পর্যন্ত শ্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে সাত কলেজের শিক্ষার্থীদের তিনদিন থেকে ধাওয়া করে। একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা পিছু হটতে বাধ্য হয়।
সূত্রমতে, রাত ১১ টা ৪০ মিনিট পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ গেটে অবস্থান করছেন।
এ সময় বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে।
পরে তারা সরে গিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে রাত পৌনে বারোটার দিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হামলা চালানোর চেষ্টা করে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবারো এগিয়ে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে পুলিশ দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। মাঝে মধ্যে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তবে দুই পক্ষের ইট পাটকেল নিক্ষেপ থেমে নেই।
সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিপুল পরিমান বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে ঢাবি প্রশাসন সাত কলেজের শিক্ষার্থীদের সাথে চরম অসৌজন্যমূলক আচারন করেছেন। যেকারণে তারা আন্দোলনে নামলে ঢাবি প্রশাসন উস্কানি দিয়ে শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালিয়েছে।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি