May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বিএমএসএফ’র সদস্য সংগ্রহ কর্মসূচি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি :

সরকারের নিবন্ধনকৃত দেশের সর্ববৃহত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রতিবছরের ন্যায় আমরা এবছরও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছি।

এই কর্মসূচির মাধ্যমে আমাদের লক্ষ্য দেশের সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে যুক্ত করা এবং ১৪ দফা দাবি আদায়ে একসঙ্গে কাজ করে সামাজিক দায়বদ্ধতা মূলক একটি ইতিবাচক পরিবর্তন আনা।

সংগঠনটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আমাদের সদস্যদের জন্য আমরা ভালো কিছু করতে চাই। আমরা পেশা ও সংগঠনের মাঝে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, ঐক্য, প্রশিক্ষণ এবং গবেষণা নিয়ে কাজ করছি।

সাংবাদিকদের অতীত ঐতিহ্য এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই, এতে সকলের আন্তরিক সহযোগিতা দরকার।

বিএমএসএফের সদস্যদের ডাটাবেইজের আওতায় আনার পরিকল্পনা দীর্ঘদিনের। অথচ যারা কখনও অনলাইন গুগল ফরমটি পূরণ করেননি তাদেরকেও ফরমটি পূরণের জন্য আহবান জানানো যাচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে সাংবাদিকতা পেশার মর্যাদা, দাবি ও অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, আরও বেশি গণমাধ্যম ও সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হলে, আমাদের উদ্যোগগুলো আরও ফলপ্রসূ হবে।

আমাদের প্রাথমিক সদস্য হওয়ার মাধ্যমে আপনি পাবেন সাংবাদিকতা পেশা ও সমাজ উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ, বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ, নেটওয়ার্ক তৈরির সুযোগসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ।

সদস্যপদ গ্রহণের নিয়মাবলী: যেকোনো পেশাদার সাংবাদিক সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। সদস্য হওয়ার জন্য আপনার কর্মরত মিডিয়ার নামসহ গুগল ফরমে চাহিত তথ্য জমা করুন।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫, বিকাল ৫.০০ ঘটিকা। নির্ধারিত সময়ের পর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

গুগল লিঙ্ক ক্লিক করুন : https://forms.gle/HHkpYtKnW65w765t9

সাংবাদিক নির্যাতনমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে বিএমএসএফের লক্ষ্যকে বাস্তবায়ন করতে আপনার অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

আসুন, একসঙ্গে কাজ করি সাংবাদিকদের জন্য একটি সুন্দর, নিরাপদ ভবিষ্যৎ গড়তে ঐক্যবদ্ধ থাকি।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad