May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

সেরনিয়াবাত মঈনুদ্দিন আব্দুল্লাহ গ্রেপ্তার

অনলাইন ডেক্স :

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মেঝ ভাই ও কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য সেরনিয়াবাত মঈনুদ্দিন (মঈন) আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।

মঈনুদ্দিন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈনুদ্দিন আব্দুল্লাহকে গুলশান-২ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা।

এর আগে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাত জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আকস্মিক বরিশালে ঘুরে যান সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেঝ ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ।

এ সময় তার সাথে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad