
শাওন চক্রবর্তী ,উজিরপুর :
ঢাকার কেরানীগঞ্জের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বরিশালের উজিরপুর পৌর এলাকার এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত মোঃ রানা(১৭) উজিরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেনের ছেলে ও কেরানীগঞ্জের একটি জুতার কারখানার শ্রমিক ছিলো।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দিবাগত রাত নয়টার দিকে রানা তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কয়েকজন ব্যক্তির সাথে রানার বাগবিতন্ডা হয়।
একপর্যায়ে রানাকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
স্থানীয়রা রানাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রে আরও জানা গেছে, রানা হত্যার ঘটনায় জড়িত হৃদয়, রফিকুল ইসলাম ও আলমগীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি