
স্মার্ট সংবাদ ডেক্স :
বরিশাল নগরীর আওতাভুক্ত এলাকাসমূহে অনুমতি ব্যতিত কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি বরিশাল মহানগর এলাকায় যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল রোধে গুরুত্ব দিচ্ছে মেট্রোপলিটন পুলিশ।
এরইমধ্যে মেট্রোপলিটন পুলিশর কমিশনার মো. শফিকুল ইসলাম ট্র্যাফিক বিভাগকে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও সিটি করপোরেশনের অনুমোদন (টোকেন) বিহীন হলুদ অটোরিক্সার বিরুদ্ধে জরিমানা করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার বেলা বারোটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করা হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি কারখানায় ব্যাটারিচালিত অটোরিক্সা তৈরির কার্যক্রম বন্ধ করার জন্য মেট্রোপলিটনের চার থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে রাতে পুলিশের টহল বৃদ্ধির কথা জানিয়ে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা আরও জোরদার করতে যাচ্ছি। আপনাদের কাছে এ সংক্রান্ত কোন তথ্য থাকলে সাথে সাথে আমাকে জানাবেন।
আর আপনাদের দেওয়া তথ্য গোপন রাখার দায়িত্ব আমার। আমরা সবাই মিলে একটি সুন্দর বরিশাল গড়তে চাই।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা বিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) মো. রিয়াজ হোসেন পিপিএম প্রমুখ।
এর আগে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যেকোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধন করে আসছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এর অধিকাংশ কর্মসূচি পালিত হয় নগরীর জনগুরুত্বপূর্ণ সড়ক আটকে। এতে সীমাহীন ভোগান্তিতে পরতে হয় সাধারণ মানুষ ও পথচারীদের।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানীতে কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
More Stories
রিফাত ফিরতে চায় তার মায়ের কাছে
বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা
তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু