
অনলাইন ডেক্স :
ফরিদপুরে মদপান করে স্বপ্না বাওয়ালী (১৭) নামের দশম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে।
স্বপ্না চর অযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিলো।
রবিববার রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ নিয়ে দুর্গা পূজায় মদপানে তিনজন মেয়ের মৃত্যু হলো।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতা বাওয়ালীর সাথে পূজামন্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না।
রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পরেন।
রবিববার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থ্যতার বিষয়টি পরিবারের লোকজন লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে মদ পানের কথা স্বীকার করে।
তবে কখন কাদের সঙ্গে মদপান করেছে তা জানায়নি।
পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, স্বপ্না বাওয়ালি নামে ১৭ বছরের এক কিশোরীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।
রোগীর সঙ্গে আসা তার বড় বোন সুস্মিতা বাওয়ালির ভাষ্য অনুযায়ী সে অ্যালকোহল পান করে। পরে তার পায়খানা, বমি হওয়ার পর হাসপাতালে ভর্তি করে। ভর্তির সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হলে মৃত পাওয়া যায়।
চরভদ্রাসন থানার ওসি আব্দুল গফফার বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ফরিদপুর শহরের আলীপুরে একটি মেসে থেকে লেখাপড়া করা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী পূজা বিশ্বাস (২০) ও একই মেসে থাকা একই কলেজের ডিগ্রী শাখার শিক্ষার্থী রত্না সাহা (২৪) নামের দুইজন মদ পানে অসুস্থ হয়ে মারা যায়।
পূজা মন্ডপ থেকে ফিরে অসুস্থ হয়ে মারা যান তারা।
তবে কাদের সঙ্গে কখন তারা মদপান করেছে সে বিষয়ে জানা যায়নি।
পূজা মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।
রত্না ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
ওটিবিএল’র টাওয়ারের ছাদে আগুন
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া