May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

পুলিশের সাবেক দুই আইজিপি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও শহীদুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) রেজাউল করিম মল্লিক বলেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন ও শহীদুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে।

তাদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

সূত্রমতে, শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পান।

পরে তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এ পদে ছিলেন।

২০১৮ সালের জানুয়ারিতে অবসরে যাওয়ার পর শহীদুল হক দ্বাদশ জাতীয় নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে মনোনয়ন পাননি।

সেসময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং কর্মজীবনে জঙ্গি দমন, হেফাজতের বিশৃঙ্খলা দমন, পেট্রোলবোমা সন্ত্রাস দমনে অনেক কাজ করেছেন। তাই তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন।

শহীদুল হকের ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

অভিযোগ রয়েছে, আইজিপির দায়িত্বে থাকাকালীন সময় শহীদুল হক ছোট ভাইয়ের নির্বাচনে প্রচারের জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব দিয়েছিলেন।

সূত্রে আরও জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে পুলিশ বাহিনীর অনেক সদস্যদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

গত ৬ আগস্ট আইজিপি থেকে তাকে অবসরে পাঠানো হয়।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad