
স্মার্ট সংবাদ ডেক্স :
”মানুষ মানুষের জন্য দল-মত নির্বিশেষে আসুন সকলে মিলে-মিশে বানভাসি মানুষের পাশে দাঁড়াই” শ্লোগানে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (BPBS) উদ্যোগ আজ শুক্রবার সকালে বন্যাকবলিত এলাকা ফেনী ও নোয়াখালীর ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী, ওষুধ,পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, পরিচালক পর্ষদের আর কে মন্ডল রবিন, মোঃ হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, এম এস রানা, মাশরাফি, বক্সার জয়নুল ইসলাম জয় সহ অন্যান্যরা।
ঢাকার আফতাবনগর ব্লক-ডি এর মোহাম্মদ আসাদ বক্সিং এরিনা এলাকায় অবস্থিত বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বলেন, বানভাসিদের সহায়তার জন্য তাদের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে বানভাসিদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আহবান করেছেন।
More Stories
ওটিবিএল’র টাওয়ারের ছাদে আগুন
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি