May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

চেয়ারম্যান ও কাউন্সিলরসহ ছয়জন নিহত

স্মার্ট সংবাদ :

নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

রবিবার দুপুরে মাধবদী বাজার বড় মসজিদের অজুখানায় এ ঘটনা ঘটে।

মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন (৪০), নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), জেলা পরিষদের সাবেক সদস্য ও শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান সোহেল (৪০), মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নওশের (৪০) ও অজ্ঞাতনামা ব্যক্তি (৩৮)।

স্থানীয়রা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করার লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি চালালে কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল আমিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে (৩০) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সময় উত্তেজিত আন্দোলনকারী ৪ থেকে ৫ হাজার লোক আওয়ামী লীগ সমর্থকদের ওপর চড়াও হলে তারা দৌড়ে পালাতে থাকে।

এ সময় ছয়জন আওয়ামী লীগ সমর্থক দৌড়ে মাধবদী বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের বড় মসজিদে আশ্রয় নেন।

আন্দোলনকারীরা মসজিদ থেকে ধরে এনে মসজিদের অজুখানার সামনেই এলোপাতাড়ি পেটালে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad