
স্মার্ট সংবাদ ডেক্স :
বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় সোমবার দিবাগত রাতে তিন ঘরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
খবর পেয়ে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূন্নী আলিম মাদ্রাসার অধ্যক্ষ এসএম আব্দুর রব জানান, সোমবার দিবাগত রাতে তার বিল্ডিংয়ের পিছনের জানলাল গ্রীল কেটে চোর প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ এক লাখ আট হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এছাড়া পার্শ্ববর্তী মাহমুদ সিকদার ও জাহাঙ্গীর হোসেন মীরের বাড়িতে একইভাবে সংঘবদ্ধ চোরেরা প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, চোরদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
More Stories
তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন
শিক্ষকের অপসারণের দাবিতে শেবামেকের শিক্ষার্থীদের মানববন্ধন