May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ছাত্রদল নেতার স্ত্রীকে যুবদল নেতার কুপ্রস্তাব : মামলা

স্মার্ট সংবাদ ডেক্স :

মালয়েশিয়া প্রবাসী সাবেক এক ছাত্রদল নেতার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে চাঁদা দাবির ঘটনায় এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বরিশালের উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদি হয়ে জালিছ মৃধার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

মামলার একমাত্র আসামি জালিছ মৃধা উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক।

এজাহারে জানা গেছে, উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী সাবেক ছাত্রদল নেতা টিপু মৃধার স্ত্রীকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছেন যুবদল নেতা জালিছ মৃধা। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরে বসে প্রকাশ্যে প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা জালিছ মৃধা।

এ সময় প্রবাসীর স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় যুবদল নেতা জালিছ মৃধা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, থানায় মামলা দায়েরের পর যুবদল নেতা জালিছ মৃধা তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি অব্যাহত রেখেছেন। হুমকির মুখে তিনি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

কু-প্রস্তাব ও চাঁদাবাজির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিছ মৃধা স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজনে তাকে হয়রানী করতে প্রবাসীর স্ত্রীকে দিয়ে থানায় মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad