May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

জীবন্ত বাবা ও মায়ের পূজার্চনা

স্মার্ট সংবাদ ডেক্স :

মাঘী পূর্ণিমা উপলক্ষে জীবন্ত বাবা ও মায়ের পূজার্চনা এবং মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কর শ্রীমৎ ঠান্ডারাম বৈরাগীর লীলাভূমির আশ্রম প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠান বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাতভর শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ, হরি গুরুচাঁদ চরিত্র সুধা পাঠ, মঙ্গল দীপ প্রজ্জ্বলন, জীবন্ত বাবা ও মায়ের পূজার্চনা, শিশু শিল্পীদের হরি সংগীত এবং নৃত্য পরিবেশসহ দুই দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করা হয়।

বুধবার সকালে মহামন্ত্র হরিনাম মহাসংকীর্তন ও দুপুরে মহাপ্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজার হাজার হরি গুরুচাঁদ ঠাকুুরের ভক্তবৃন্দ, গোসাই, সাধু ও পাগল মতুয়া দল নিয়ে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির সভাপতি প্রফেসর বিমল চন্দ্র কর, নির্বাহী সভাপতি ডাক্তার মনীষ চন্দ্র বিশ্বাস, ঢাকার পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির কমিটির সহ-সভাপতি মতুয়া রতন মন্ডল উপস্থিত ছিলেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad