May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত

স্মার্ট সংবাদ ডেক্স :

ঘটপূজা, মঙ্গল শোভাযাত্রা, গঙ্গাস্নান, আরতি, বাদ্য ও সংগীত প্রদর্শন শেষে শনিবার (২৪ মে) দিবাগত মধ্যরাতে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দর সংলগ্ন বেকীনগর পালপাড়া মন্দিরের বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বেকীনগর পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মায়ের মন্দিরের বাৎসরিক পূজা উপলক্ষে পরিচালনা কমিটির আয়োজনে ২৪ মে বিকেলে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীতে গঙ্গাস্নান ও কুলা বির্সজন করা হয়। এরপূর্বে ঘটপূজা, আরতি, বাদ্য ও সংগীত প্রদর্শন করা হয়েছে।

 

 

এরপর পূজার নানা আনুষ্ঠানিকতা শেষে ২৪ মে দিবাগত মধ্যরাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।

পূজা উপলক্ষে ভারতসহ দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছিলো।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad