May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতার পদ স্থগিত

স্মার্ট সংবাদ ডেক্স :

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় নয় মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের সন্তোষজনক জবাব না পেয়ে তার পদ স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক সাব্বির হোসেন সোহাগ, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, মুখপাত্র সুমি হকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ন সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদি হয়ে নামধারী ২৪৭ জন এবং অজ্ঞাতনামা প্রায় তিনশ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

মামলার নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক এবং জেলে ও কৃষকদের আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের অবগত না করে সংগঠনের পদ ব্যবহার করে মামলা দায়ের করায় মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ২৪ ঘন্টার মধ্যে জেলার দায়িত্বশীলদের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য শোকজ নোটিশ দিয়েছিলেন সংগঠনের জেলার মুখপাত্র সুমি হক।

নোটিশ প্রাপ্তির মধ্যে সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ন সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

পদ স্থগিতের ব্যাপারে জানতে মারজুক আব্দুল্লাহর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad