May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

স্কুলের কম্পিউটার ল্যাবে চুরি : ১৩টি ল্যাপটপসহ চারজন গ্রেপ্তার

স্মার্ট সংবাদ ডেক্স :

জেলার বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. মোস্তফা জানান, প্রযুক্তির সহায়তায় শনিবার (১৭ মে) রাতে রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল নগরীর ফকির বাড়ি এলাকার বাসিন্দা নুরজামাল, গৌরনদীর কান্ডপাশা গ্রামের মো. রায়হান, নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মো. হাসান ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মাসুদ রানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে বানারীপাড়ার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরেরদিন ৩০ অক্টোবর বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহিদ চৌধুরী বাদি হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad