
স্মার্ট সংবাদ ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বুধবার দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরের সামনে এ কর্মসূচি করে ববি ছাত্রদল। এসময় বক্তারা শাহরিয়ারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিসহ ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবি করেন। প্রতিবাদ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ববি ছাত্রদল নেতা ইনজাম শাওন, আশিক আহমেদ, মোশাররফ হোসেন, আরিফ হোসেন শান্ত, আজমাইন সাকিব প্রমুখ।
নিহত শাহরিয়ার আলম ঢাবি স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
ববি শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, হত্যাকান্ড পরিকল্পিত, ৫ আগস্টের পরবর্তীতে যখন ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক কাজকর্ম করে চলেছে তখন তাদেরকে খুন করা হচ্ছে। আমরা অতি দ্রুত সময়ে এই অন্তবর্তীকালীন সরকারের কাছে হত্যাকান্ডের বিচার দাবি করছি। যদি তা না করতে পারে তবে গদি ছেড়ে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুক।
ববি শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ঢাবি ক্যাম্পাসে আজ ছাত্রদের নিরাপত্তা নেই। তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। তাতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করে ছাড়বে।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার