স্মার্ট সংবাদ ডেক্স :
কাঠফাটা রোদ উপেক্ষা করে খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ সমবেত হয়েছেন বরিশালের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
শনিবার (১৭ মে) সকালে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকা থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এ সমাবেশে খুলনা ও বরিশাল বিভাগ থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে সমবেত হয়েছিলেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিগত ওয়ান ইলেভেনের সময় থেকে বিএনপির দুর্দীনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার কান্ডারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, তারুণ্যের হাত ধরে পতন হয়েছে ফ্যাসিবাদ শাসনামলের।
আগামী রাজনীতিতে তারুণ্যের ছোঁয়া নিয়ে দলকে শক্তিশালী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছে বিএনপি।
আমাদের লক্ষ্য তরুণরা যেন রাজনৈতিক সচেতন হন এবং প্রথম ভোটটা যেন ধানের শীষ প্রতীকে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।