স্মার্ট সংবাদ ডেক্স:
বরিশালের গৌরনদীতে গৃহবধুকে ধর্ষন চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী গফুর বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বংকুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গফুর ওই গ্রামের আনোয়ার বেপারীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মজিবুর রহমান জানান, বংকুরা গ্রামের জনৈক দিনমজুরের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে ওই মামলার ৫নং আসামী গফুরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।