স্মার্ট সংবাদ ডেক্স:
বরিশালের গৌরনদীতে জুলাই-আগষ্ট, ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, জামায়েত ইসলামীর পৌর আমীর মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, কো-আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান সহ অন্যান্যরা।
শেষে তিন শহিদ পরিবারের সদস্যদের হাতে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার এবং আহত ২২ জনের মধ্যে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইদিন শহিদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।