ভোলার মনপুরায় এক নারীকে চার যুবক মিলে রাতভর গণধর্ষণের ঘটনায় রবিবার (১৬ মার্চ) সকালে নির্যাতিতা নারী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ভোলার চরফ্যাশন খাসমহাল এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রকে বলাৎকারের মামলার একমাত্র আসামি তালহাকে (১৯) এবং ঢালচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি।
সূত্র: দৈনিক আজকের পরিবর্তন
১৭ মার্চ ২০২৫
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।