বিনোদন ডেক্স :
‘চাচা, হেনা কোথায়’। বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল নায়ক বাপ্পারাজের সেই হেনা দীর্ঘ ৩১ বছর ধরে চিত্রনায়ক নাঈমের সাথে সংসার করছেন।
তাদের দাম্পত্য জীবনে রয়েছে দুইিটি সন্তান।
‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্র নায়িকা শাবনাজ।
১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে দেশীয় চলচিত্রে অভিষেক হয় নাঈম ও শাবনাজের রোম্যান্টিক জুটির।
এরপর ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন।
১৯৯৪ সালে সবাইকে চমকে দিয়ে বিয়েও করে ফেলেন তারা।
এরপর থেকে এখনও একই ছাদের নিচে সুখী দম্পতি হিসেবে রয়েছেন নাঈম ও শাবনাজ।
সিনেমার লোকদের সংসার বেশিদিন স্থায়ী হয়না, এমন কথা বেশ প্রচলিত হলেও তিন দশকেরও বেশি সময় ধরে সংসার করছেন নাঈম-শাবনাজ।
নানান আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে তারা সফল এক দম্পতির উদাহরণ হয়ে উঠেছেন।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।