স্মার্ট সংবাদ ডেক্স :
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৯ দিনে ৫৮৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়ার পাশাপাশি ২৭ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে দুই হাজার ৮০৭টি অভিযান চালানো হয়েছে এবং ৮৬৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৯৫১টি মামলা করা হয়েছে।
এছাড়া গত ১৯ দিনের অভিযানে ১৬ হাজার ৮৬৫ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
পাশাপাশি ১৮ কোটি ৯৩ হাজার ৩০০ টাকার ৯৭ লাখ ১৯ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে ছয় লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।
শুক্রবার সকালে মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।
আর এ নিষেধাজ্ঞার সময়ে বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।