অনলাইন ডেক্স :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সারাদেশে আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ঢাকার মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
রবিববার দুপুরে ঝটিকা বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুর রিং রোডের জাপান গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে আদাবর থানা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা সাকিল ইসলাম গোলাম রাব্বির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
তবে মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।