আবারও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন। এবার এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কে। এরই মধ্যে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর একটা) আলোচনা শুরু হওয়ার কথা।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আতিথেয়তায় দেশটির রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শান্তি আলোচনা।
ইউক্রেনের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভ। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।
প্রতিনিধি দল জানিয়েছে, আলোচনায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে অস্ত্রবিরতির বিষয়টি।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে মঙ্গলবার ৩৪তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।