
স্মার্ট সংবাদ ডেক্স :
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপূর্বে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ মাওলাদ হোসেন সানাকে আটক করে।
বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল।
ওসি আরও বলেন, উপজেলার চাখার এলাকার এক বিএনপি নেতার দায়েরকরা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে মাওলাদ হোসেন সানাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তার (সানা) বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।
অপরদিকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
উল্লেখ্য, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। ###
More Stories
বরিশাল জেলা ছাত্রদলের সেই নেতাকে বহিস্কার
চিরকুট লিখে মেডিক্যাল ছাত্রের আত্মহত্যা
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!